Durga Puja 2019: দুর্দান্ত অফার! এই পুজোয় Redmi K20, Redmi Note 7 Pro, Redmi 7A-এর মত স্মার্টফোনগুলিতে অবিস্মরণীয় ছাড়
ফাইল ছবি

এই পুজোয় নতুন জামা, জুতো আর সাজের সঙ্গে হাতে নতুন ফোন না থাকলে কি মানায়!  এবার আর শুধু Amazon-Flipkart-এর মত অ্যাপগুলিতে নয়! সেল শুরু হয়েছে Mi.com-এও। উৎসব উপলক্ষ্যে এক দুরন্ত অফার দিচ্ছে Mi.com। Diwali With Mi Sale নামের এই সেল অফারে স্মার্টফোন, স্মার্টটিভি থেকে বিভিন্ন অ্যাকসেসারিজ দাম কমানো হয়েছে অভাবনীয়ভাবে। গত ২৮ সেপ্টেম্বর থেকে এই সেল শুরু হয়েছে। যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

Mi.com ওয়েবসাইট থেকে এই সেলে Redmi Y3, Redmi Note 7 Pro, Redmi 7A এবং Redmi Note 7S ফোনে ছাড় দিচ্ছে Xiaomi। আজ রবিবার মধ্যরাত থেকে Redmi Y3 এবং Redmi 7A ফোনেও ছাড় পাওয়া যাবে। আগামীকাল সোমবার থেকে Redmi Note 7 Pro এবং Redmi Note 7S ফোনেও শুরু হবে অফার। আরও পড়ুন-Flipkart's The Big Billion Days 2019 Sale: পুজোর ঠিক আগে মিলছে কম দামে মোবাইল, টিভি, ল্যাপটপ সহ নানা জিনিস-জানুন এক নজরে

এর সঙ্গেই মাত্র ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৩২ ইঞ্চি Mi LED TV 4A Pro। ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ৪৩ ইঞ্চি Mi LED TV 4A Pro। মাত্র ৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে 10,000 mAh Mi Power Bank 2i। ১,৭৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Mi Band 3। তবে আর দেরী কেন? তাড়াতাড়ি করুন।