বাংলা ভাষায় (Bengali Laguage) এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্ম (Digital Video Platform) হিসেবে ওটিটি (OTT) পরিসরে একটা আলাদা জায়গা করে নিয়েছে আড্ডা টাইমস (AddaTimes)। আর পাঁচটা ওটিটি প্ল্যাটফর্মের মত রগরগে যৌনতাকে বিনোদনের একমাত্র সারবস্তু (Content) না ভেবে, বাঙালিয়ানার ছন্দ ধরা পড়ে আড্ডা টাইমসের ওয়েব সিরিজে (Web Series)। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজ লঞ্চ করেছে এই অ্যাপ (App)। দর্শকদের সাড়াও মিলছে ভাল রকমই। এবার কিন্তু 'আড্ডা টাইমস' নেটিজেনদের জন্য নিয়ে আসতে চলেছে উন্মাদনা-উত্তেজনার গল্প। আগামী ২৭ সেপ্টেম্বর (27 September) মুক্তি পেতে চলেছে তাদের নতুন ওয়েব সিরিজ। যার নাম 'ফিউরর (Furor)।'
'ফিউরর' কথার বাংলা অর্থ 'উত্তেজনা (Excitement)।' তাই বলা বাহুল্য এক অন্যরকম উত্তেজনার গল্প লুকিয়ে রয়েছে এই ওয়েব সিরিজে। গ্যাংলকের (Ganglok) শহরতলির একটি ছেলে তার সাত সহপাঠীকে (Classmates) হোস্টেজ (Hostage) হিসেবে নিয়ে যায়। সেখানে ওই ছেলেটি তাদের এমন একটি গল্প (story) শোনায় যাতে, সে তাদের আদর্শ ও নৈতিকতাকে চালিত করতে সক্ষম হয়। এই গল্পে দেখানো হয়েছে, কেন তাঁদেরকেই এভাবে বাছা হল? কেনই বা তারা ওই ছেলেটির বশীভূত হয়ে কাজ করছে! এই ওয়েব সিরিজটিতে করমের চরিত্রে অভিনয় করেছেন কুশ গুপ্ত, ওজস্বীর চরিত্রে অরুন্ধতী তিওয়ারি, আখিরার চরিত্রে মেখলা সরন, শিবঙ্কের চরিত্রে করণ ধনকর, বিদূতের চরিত্রে রিদ্ধি নেগি, বিদ্যুতের চরিত্রে অ্যাংশুমন চৌধুরী, বৈকুন্দনাথের চরিত্রে অ্যাভিরাল পুরী প্রমুখরা। আরও পড়ুন- Durga Puja 2019: প্রিয়াঙ্কা সরকারের পুজোর ফ্যাশন লিস্টে এবার থাকছে না তাঁর প্রিয় রঙ; কেন? লেটেস্টলি বাংলার কাছে নিজেই সেই সিক্রেট শেয়ার করলেন টলিউড ডিভা ...
'ফিউররে'র পরিচালনা করেছেন সিদ্ধার্থ কালকাল। একসঙ্গে ৯ টি পর্ব নিয়ে মুক্তির পথে 'ফিউরর।' ওয়েব সিরিজে ব্যবহৃত ভাষা হিন্দি এবং ইংরেজি। গত ১৫ সেপ্টেম্বরই লঞ্চ করে গিয়েছে 'ফিউররে'র টিজার। উল্লেখ্য, 'আড্ডা টাইমাস'এর প্রধান হলেন রাজীব মেহরা (Rajib Mehera)। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার তিনি। বাংলার মিডিয়াতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। মীরাক্কেল, ডান্স বাংলা ডান্স-এর মত শোয়ের প্রযোজনা করেছেন।