Chhath-Puja (Photo Credit: File Photo)

প্রত্যেক বছরের মতো এবারও দেশ জুড়ে ছট পুজোর (Chhath Puja) প্রস্তুতি শুরু হয়েছে। একুশে ১০ নভেম্বর বিহার সহ গোটা দেশ জুড়ে ছট পুজো পালনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রত্যেক বছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পালিত হয় ছট পুজো। সেই উপলক্ষ্যে এবারও ছট পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।

সূর্য বন্দনার আর এক উৎসবের নাম ছট পুজো। গোটা ভারত (India) জুড়ে যতগুলি বড় উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম ছট পুজো। গোটা দেশে ৪ দিন ধরে পালন করা হয় ছট পুজো।

আরও পড়ুন:  Dilip Ghosh: তথাগতকে জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য, বিতর্কে দিলীপ

বিহার (Bihar), পশ্চিমবঙ্গ (বিহারে বংশোদ্ভূত মানুষরা পালন করেন ছট), ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে পালন করা হয় ছট। ভারতের পাশাপাশি নেপালেও ধুমধাম করে পালন করা হয় ছট পুজো।

দেখুন ছট পুজোর শুভেচ্ছা জানাবেন কীভাবে...

ছট পুজোর শুভেচ্ছা...

ছট পুজোর মেসেজ...

ছট পুজোর ওয়ালপেপার শেয়ার করে প্রিয়জনদের জানান শুভেচ্ছা...