উত্তরপ্রদেশ : এক স্বঘোষিত ধর্মগুরু শনিবার বছর ৩২- এর বিউটিশিয়ানকে ধর্ষণ করে। বিউটিশিয়ানটির (Beautician) নিজের একটি বিউটি পার্লার রয়েছে। তিনি তাঁর পার্লারের উন্নতির জন্য ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের ব্যবস্থা করেন। ওই স্বঘোষিত ধর্মগুরু (Godman) এদিন আচর অনুষ্ঠান পালনের দায়িতত্বে ছিলেন। তিনি আচার পালনের নাম করে ওই মহিলাকে ধর্ষণ করেন।
অভিযোগ, এদিন ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য ওই পার্লারে যুবতির পরিবারের সকলে উপস্তিত হয়েছিলেন। তবে স্বঘোষিত ধর্মগুরু বলেন, বিশেষ কিছু রীতি-নীতি পালন করতে হবে। এই বলে বিউটিশিয়ানের পরিবারের সকলকে বাড়ি চলে যেতে বলেন। এরপর তিনি ওই মহিলাকে ধর্ষণ করেন। মহিলার চিৎকার শুনে স্থানীরা তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই মহিলাকে চেকআপের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। কোতোয়ালি থানার এসএইচও সঞ্জয় কুমার তোমর জানিয়েছেন, ওই ধরমগুরুর বিরুদ্ধে আইপিসির প্রাসঙ্গিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আরও পড়ুন : Uttar Pradesh: গঙ্গা আরতি দেখে বাড়ি ফেরার পথে নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ