নয়াদিল্লি: মাস্কাট থেকে মুম্বই যাওয়ার ভিস্তারা ফ্লাইটে এয়ারহোস্টেসের সামনে ফ্ল্যাশিং এবং হস্তমৈথুন করার অভিযোগে ৩০ বছর বয়সী এক বাংলাদেশী যাত্রীকে (Bangladesh Passenger) গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্লাইটটি নিচে নামার ঠিক কিছুক্ষণ আগে। অভিযুক্তের বিরুদ্ধে যৌন হয়রানি এবং মহিলার শালীনতা অবমাননার অভিযোগ আনা হয়েছে। মুম্বই পুলিশ অভিযুক্তকে তিন দিনের হেফাজতে নিয়েছে। পাশাপাশি ঘটনাটি বাংলাদেশ কনস্যুলেটকে জানানো হয়েছে। আরও পড়ুন : Himachal Pradesh: হিমাচল প্রদেশে জাতীয় সড়কে ভূমিধ্বস, বন্ধ যানচলাচল
অভিযুক্ত মহম্মদ দুলাল মাস্কাট থেকে মুম্বাই ভিস্তারা ফ্লাইটে ছিলেন। নির্ধারিত সময়ে ফ্লাইটটি নামার আধঘণ্টা আগে, ২২ বছর বয়সী এক তরুণী ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে দুলাল এই অভব্য আচরন করে। ওই তরুণী জানিয়েছেন, দুলাল তাঁকে জোর করে চুম্বন করার চেষ্টা করে। তিনি তাঁর সহকর্মীদের সাহায্য করতে বলেন। তাঁরা দুলালকে সংযত থাকার অনুরোধ করেন, কিন্তু ওই ব্যক্তি বিমানের মধ্যেই হস্তমৈথুন শুরু করে। ফ্লাইটটি বিমান বন্দনরে নামলে মুম্বই পুলিশ সেখানে অভিযুক্তকে গ্রেফতার করে।