সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি অনেকটাই হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মোহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, শিল্পীর তুতো ভাই তথা প্রাক্তন এপিএস অফিসার সন্দীপণ গর্গ এবং ২ নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্যকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার তদন্তে এবার অসম পুলিশকে সবরকমভাবে সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর পুলিশ।
সিঙ্গাপুর পুলিশের সঙ্গে বৈঠক অসম পুলিশের
জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে সিঙ্গাপুর পুলিশ কর্তৃপক্ষ ২১ অক্টোবর অসম পুলিশের তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন অসম পুলিশের এডিজিপি এবং এসআইটি প্রধান শ্রী মুন্না গুপ্তা। মূলত, ঘটনাস্থলে গিয়ে ঘটনার পূনর্নিমাণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রণাণ সংগ্রহ সহ একাধিক কারণে এসআইটি সিঙ্গাপুরে যেতে পারে, সেক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, এবং এই ঘটনার তদন্তে যাতে আরও নির্ভুল হয়, সেই কারণেই দুই দেশের পুলিশ একত্রিত হয়ে তদন্ত করতে পারে।
রণক্ষেত্রে বাক্সার জেল চত্বর
প্রসঙ্গত, গতকাল জুবিন অনুরাগীরা ক্ষুব্ধ হয়ে বাক্সা কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে বিক্ষোভ দেখায়। এদিন ৫ অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। ফেরার সময় মুসালপুরে জনতার বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তদের প্রিজন ভ্যান। পুলিশ তাঁদের আটকাতে গেল দুই পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। তাতে আহত হয়েছেন আন্দোলনকারী ও পুলিশকর্মীরা। বর্তমানে ওই এলাকায় জারি ১৪৪ ধারা। সাময়িক সময়ের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবাও।