দিল্লি, ১৯ মার্চ: জোম্যাটোয় খাবার আনতে দিলে এবার থেকে আপনি নিরামিষও খেতে পারবেন মনের আনন্দে। নিরামিষ খাবারের চাহিদা ক্রমবর্ধমান হওয়ায় এবার থেকে জোম্যাটোয় খাবার অর্ডার করলে, তা একেবারে ভেজ রেস্তোরাঁ থেকেই আপনাকে এনে দেবে এই ফুড ডেলিভারি অ্যাপ। 'পিওর ভেজিটেরিয়ান ফুড' অর্থাৎ পুরো নিরামিষ খাবার এবার জোম্যাটো আপনাকে এনে দেবে। এমনই নিজের ট্যুইটে জানান সংস্থার কর্ণধর দীপেন্দ্র গোয়েল।
দেখুন ট্যুইট...
India has the largest percentage of vegetarians in the world, and one of the most important feedback we’ve gotten from them is that they are very particular about how their food is cooked, and how their food is handled.
— Deepinder Goyal (@deepigoyal) March 19, 2024
দীপেন্দ্র বলেন, বর্তমানে ভারতবর্ষের একটি বড় অঙ্কের মানুষ নিরামিষ খাবার খান। বহুদিন ধরে বিভিন্ন পরীক্ষানীরিক্ষা চালিয়ে তাঁরা অনুভন করেন, মানুষ আসলে বুঝতে চান যে খাবার তাঁরা খাচ্ছেন বাইরে থেকে আনিয়ে, তা কীভাবে তৈরি হয়েছে। বাইরে থেকে আনানো খাবার কেমন করে রান্না হয়েছে এবং কীভাবে তা তাঁদের হাতে অএসে পৌঁছেছে, তা মানুষ বুঝতে চান। সেই কারণে এবার থেকে জোম্যাটো পুরো নিরামিষ রেস্তোরাঁ থেকে আপনার 'ভেজ খাবার ক্রেভিংস মেটাবে' বলে জানা যাচ্ছে।