নয়াদিল্লি: সামান্য বিষয় (Minor issue) নিয়ে ঝগড়া (Argument) হয়েছিল। এর জেরে ১৯ বছরের এক যুবককে কুপিয়ে খুনের (Youth stabbed to death) অভিযোগে গ্রেফতার হল আটজন। জখম হয়েছে আরও একজন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে (New Delhi)।
শুক্রবার দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা ১৭ মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে (Police control room) দুটি ফোন আসে। তাতে বলা হয় দুজনের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে একদল লোক। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে তারা জানতে পারে গুরুতর জখম অবস্থায় দুজনকে দিল্লির জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আর হাসপাতালে যাওয়ার পরে জানা যায় একজন যুবক মারা গেছে আর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অন্যজন।
এপ্রসঙ্গে একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম হর্ষিত ভরদ্বাজ। ১৯ বছরের ওই যুবক ভোপুরার (Bhopura) বাসিন্দা আর জখম যুবকের নাম শাদাব। ২২ বছর বয়সী ওই যুবকের বাড়ি সীমাপুরী এলাকায়। সে এখনও জবানবন্দী দেওয়ার মতো অবস্থায় নেই, তার চিকিৎসা চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হর্ষিতের ছোট ভাই ক্লাস টেনে পড়াশোনা করে। বুধবার তার সঙ্গে অন্য এক কিশোর আপত্তিকর কিছু মেসেজ নিয়ে ঝগড়া হয়। এর জেরে তারা একে অপরকে চড়ও মারে। পরে এই বিষয়টি নিয়েই গণ্ডগোল হয়। তাতে ছুরিবিদ্ধ হয় হর্ষিত ও শাদাব। ইতিমধ্যে এই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাম্প্রদায়িক গণ্ডগোলের কোনও বিষয় নেই বলেও তাদের তরফে জানানো হয়েছে। আরও পড়ুন: Pakistani National Seema Haider: ভারতে প্রবেশের পর এবার রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন পাকিস্তানি সীমা হায়দর? জানুন সত্য়ি