ঝিন্দ: বুধবার সংসদের বাইরে (Outside the Parliament) বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার (arrest) হয়েছে এক যুবতী। আরও পড়ুন: Security Breach In Lok Sabha Video: জঙ্গি হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, সংসদে প্রবেশ ২ বহিরাগত যুবকের, তুমুল হট্টগোল
এপ্রসঙ্গে হরিয়ানার (Haryana) ঝিন্দের (Jind) বাসিন্দা ওই যুবতী নীলমের ভাই বলেন, "আমরা কেউ জানতামই না যে ও দিল্লি (Delhi) যাচ্ছে। আমরা সবাই জানতাম যে ও হিসারে (Hisar) আছে পড়াশোনার (studies) জন্য। গত পরশু ও আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর গতকাল ফিরে যায়। ও বিএ, এমএ বি এড, এম এড, সিটিইটি, এম ফিল এবং এনইটি পাশ করেছে। এর আগেও একাধিকবার ও বেকারত্বের (unemployment) বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। কৃষকদের বিক্ষোভেও (farmers' protests) যোগ দিয়েছিল ও।" আরও পড়ুন: Job: আয়কর দফতরে বহু নিয়োগ, বেতন হতে পারে ১.৪২ লক্ষ পর্যন্ত
দেখুন ভিডিয়ো:
#WATCH | Jind, Haryana | Younger brother of one of the accused - Neelam - who was caught from outside the Parliament, says, "...We didn't even know that she went to Delhi. All we knew was that she was in Hisar for her studies...She had visited us the day before yesterday and… pic.twitter.com/tTtYm3tXfP
— ANI (@ANI) December 13, 2023