Job: আয়কর দফতরে বহু নিয়োগ, বেতন হতে পারে ১.৪২ লক্ষ পর্যন্ত
Job, Representational Image (Photo Credit: Pixabay)

জয়পুর, ১৩ ডিসেম্বর: আয়কর দফতরের (Income tax department) তরফে প্রকাশ করা হল চাকরির (Job) খবর। আয়কর দফতরের তরফে সম্প্রতি যে খবর প্রকাশ করা হয়, সেখানে জানানো হয়, তাদের রাজস্থানের অফিসের জন্য খেলোয়াড়রা আবেদন করতে পারেন। ট্যাক্স ইনপেক্সটর, ট্যাক্স অ্যাসিসটেন্স, স্টেনোগ্রাফার এবং মাল্টি টাক্সিং স্টাফ-এর প্রয়োজন। আয়কর দফতরর রাজস্থানের অফিসে এই পদগুলিতে আবেদন করা যাবে। আয়কর দফতরের রাজস্থান অফিসের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন বলে জানানো হয়।

বর্তমানে ইনকাম ট্যাক্স ইনসপেক্টরের পদে আবেদন করতে পারেন ২ জন। ট্যাক্স অ্যাসিসট্যানটের ২৫টি পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফারের গ্রেড টু-এর পদে ২ জন আবেদন করতে পারবেন। মাল্টি টাক্সিং স্টাফ নেওয়া হবে ২৬ জনকে। সবকিছু মিলিয়ে আয়কর দফতরের রাজস্থানের অফিসে একাধিকজনকে নিয়োগ করা হবে নতুন করে। যে পদগুলিতে নিয়োগ হবে, তার সর্বোচ্চ বেতন ১.৪২ লক্ষ বলে জানা যাচ্ছে।