Security Breach In Lok Sabha (Photo Credit: Twitter/PTI)

দিল্লি, ১৩ ডিসেম্বর: বুধবার বড়সড় নিরাপত্তার ঘাটতি (Security Breach) দেখা দিল লোকসভায় (Loksabha)। লোকসভার গ্যালারি থেকে সাংসদদের দিকে ছুটে এলেন ২ জন। ঘটনার জেরে সংসদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার পরপরই ওই ২ যুবককে গ্রেফতার করা হয়। বর্তমানে থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। ২ যুবক যেভাবে সাংসদদের দিকে ছুটে আসেন, তাতে যেমন আতঙ্ক ছড়ায়, তেমনি তাঁদের হাতে থাকা ক্যানিস্টার থেকে হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। যা নিয়ে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী হচ্ছে বুঝতে না পেরে সংসদে তমুল হই হট্টোগোল শুরু হয়ে যায়। আতঙ্কে ভুগতে শুরু করেন সাংসদরা।

বুধবার সংসদে যেভাবে নিরাপত্তা বিঘ্নিত হয়, তাতে ২০০১ সালের স্মৃতি ফিরে আসে। সংসদে জঙ্গি হামলার সেই স্মৃতি যেন বুধবার ফের জ্বলজ্বল করে ওঠে সাংসদদের মনে। প্রসঙ্গত ওই ২ যুবক যখন সাংসদের দিকে ঝাঁপিয়ে পড়েন, সেই সময় বক্তব্য রাখছিলেন বিজেপির খরগেন মুর্মু। প্রথমে এক যুবক তাঁর দিকে ঝাঁপিয়ে পড়ে,তারপর তার পিছনে আরও একজন লাফ দিয়ে এগিয়ে আসে।

দেখুন সেই ভিডিয়ো...