‘Gorakh Dhanda’ Word Ban In Haryana: ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করল হরিয়ানা সরকার, কেন জানেন?
মনোহর লাল খট্টর (Photo Credits: ANI)

চণ্ডীগড়, ১৯ আগস্ট:  ‘গোরক্ষ ধান্দা’(Gorakh Dhanda) শব্দের ব্যবহার নিষিদ্ধ করল হরিয়ানার মনোহর লাল খট্টরের সরকার৷ মূলত অনৈতিক চর্চার বর্ণনা দিতে এই ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধটির ব্যবহার হয় সেখানে৷ বলা বাহুল্য, সাধু গোরক্ষনাথ সম্প্রদায়ের এক প্রতিনিধি দল সম্প্রতি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করেন৷ তাঁরাই ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করার আবেদন জানান৷ তাঁদের দাবি ছিল এই শব্দবন্ধ ব্যবহার করে আসলে সাদু গোরক্ষনাথের অনুগামীদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে৷ এর পরেপরেই গোটা হরিয়ানায় ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেন মনোহর লাল খট্টর৷ আজ থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হল৷ আরও পড়ুন-Uttar Pradesh: যোগীর রাজ্যে ২ তরুণীকে লিভ-ইনের ছাড়পত্র দিলেন ম্যাজিস্ট্রেট

এই প্রসঙ্গে এক সরকারি বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরু গোরক্ষনাথ একজন সাধু ছিলেন৷ কোনও সরকারি বিষয়ে, কোনও বক্তৃতায়, কোনও বিষয়ে এই শব্দবন্ধের ব্যবহার করার অর্থ গুরু গোরক্ষনাথের অনুগামীদের ভাবাবেগে আঘাত করা৷ তাই যেকোনও বিষয়েই সংশ্লিষ্ট শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করা হল৷