চণ্ডীগড়, ১৯ আগস্ট: ‘গোরক্ষ ধান্দা’(Gorakh Dhanda) শব্দের ব্যবহার নিষিদ্ধ করল হরিয়ানার মনোহর লাল খট্টরের সরকার৷ মূলত অনৈতিক চর্চার বর্ণনা দিতে এই ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধটির ব্যবহার হয় সেখানে৷ বলা বাহুল্য, সাধু গোরক্ষনাথ সম্প্রদায়ের এক প্রতিনিধি দল সম্প্রতি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করেন৷ তাঁরাই ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করার আবেদন জানান৷ তাঁদের দাবি ছিল এই শব্দবন্ধ ব্যবহার করে আসলে সাদু গোরক্ষনাথের অনুগামীদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে৷ এর পরেপরেই গোটা হরিয়ানায় ‘গোরক্ষ ধান্দা’ শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেন মনোহর লাল খট্টর৷ আজ থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হল৷ আরও পড়ুন-Uttar Pradesh: যোগীর রাজ্যে ২ তরুণীকে লিভ-ইনের ছাড়পত্র দিলেন ম্যাজিস্ট্রেট
Haryana Government banned use of word "Gorakh Dhanda".
"Using this word in any official language, speech, or in any context hurts sentiments of followers of Guru Gorakhnath. Use of this word in whatsoever context has been completely banned," CM ML Khattar said y'day
(File pic) pic.twitter.com/rG66wZi7Cn
— ANI (@ANI) August 19, 2021
এই প্রসঙ্গে এক সরকারি বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুরু গোরক্ষনাথ একজন সাধু ছিলেন৷ কোনও সরকারি বিষয়ে, কোনও বক্তৃতায়, কোনও বিষয়ে এই শব্দবন্ধের ব্যবহার করার অর্থ গুরু গোরক্ষনাথের অনুগামীদের ভাবাবেগে আঘাত করা৷ তাই যেকোনও বিষয়েই সংশ্লিষ্ট শব্দবন্ধের ব্যবহার নিষিদ্ধ করা হল৷