১৮ আগস্ট: এক তরুণীকে তাঁর বান্ধবীর একসঙ্গে থাকার (Live Together) ছাড়পত্র দিলেন যোগীর রাজ্যের (Uttar Pradesh) ম্যাজিস্ট্রেট (Magistrate)৷ বছর ২০-র ওই তরুণী সওয়ারের বাড়ি ছেড়ে চলে যান মাসখানেক আগে৷ স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার নিখোঁজের ডায়েরি করে৷ তদন্তে নেমে পুলিশ রামপুরে তরুণীকে তাঁর পোস্ট গ্রাজুয়েট ছাত্রী বান্ধবীর বাড়িতে খুঁজে পায়৷ টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে নিখোঁজ তরুণী পুলিশকে জানিয়েছেন যে নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছেন তিনি৷ এবং পরিবার নয়, তিনি বান্ধবীর সঙ্গেই থাকতে চান৷ সওয়ার থানার সার্কেল অফিসার ধরম সিং মার্চাল একথাই জানিয়েছেন৷ পুলিশ তরুণীকে খুঁজে পাওয়ার পর পরিবারের সদস্যরা যুগলকে বসিয়ে বোঝানোর চেষ্টাও করেন৷ আরও পড়ুন-Chandigarh: অবসাদে আত্মহনন, সুইসাইড নোটে মায়ের কাছে ‘ক্ষমা’ চাইলেন শিক্ষিকা
তিনি আরও জানান, পরিবারের বোঝানোতে কোনও কাজ হয়নি৷ নিজেদের সিদ্ধান্তে অটল দুই তরুণী সাফ জানিয়ে দিয়েছেন নিজেদের ইচ্ছেমতো বাঁচার যোগ্যতা ও বয়স তাঁদের হয়েছে৷ তাঁরা এক সঙ্গেই থাকতে চান৷ তাঁরা যে প্রাপ্তবয়স্ক তার প্রমাণ হিসেবে দুজনেই পুলিশকে স্কুলের শংসাপত্র দেখিয়েছেন৷ যদিও নিখোঁজের অভিযোগ জানানো সময় ১৮ ঊর্ধ্ব তরুণীর পরিবার তাঁকে নাবালিকা বলে দাবি করেছিল৷ এর পরই দুজনকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করে পুলিশ৷
ম্যাজিস্ট্রেরটকে তরুণীরা জানিয়েদেন যে, তাঁরা একসঙ্গে থাকতে চান৷ দুজনের বিবৃতিতে ভিত্তিয়ে তাঁদের লিভইনের চাড়পত্র দিয়েছেন ম্যাজিস্ট্রেট৷ যুগলের ইচ্ছের বিরুদ্ধে কিছু করলে আইনি সমস্যায় পড়তে পারেন৷ দুই তরুণীর পরিবারকে একথা জানিয়েছে পুলিশ৷