চণ্ডীগড়, ১৮ আগস্ট: অবসাদের জের, স্কুল থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী শিক্ষিকা৷ জানা গেছে স্থানীয় হামব্রান রোডের এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি৷ এদিন বাড়িতে ফিরেই ছাদে চলে যান ওই মহিলা৷ সেখানেই গায়ে আগুন দেন৷ চাঞ্চল্যকর ঘটনাটি পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) কুন্দনপুরি এলাকার৷ সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী পুলিশ পরে একটি সুইসাইড নোট খুঁজে পেয়েছে সেখানে শিক্ষিকা লিখেছেন, মানসিক অবসাদগ্রস্ত তিনি, তাই এই পথ বেছে নিলেন৷ মৃত শিক্ষিকা (৪৬) অবিবাহিতা ছিলেন৷ অনেকদিন আগে বাবাকে হারিয়েছেন৷ তিন বছর আগে ভাই মারা যান৷ মাকে নিয়েই শিক্ষিকার সংসার৷ সুইসাইড নোটে লিখেছেন, একা ফেলে যাওয়ার জন্য মা যেন তাঁকে ‘ক্ষমা’ করে দেন আরও পড়ুন-Neeraj Chopra Met Haryana CM ML Khattar: লক্ষ্য ২০২২-এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়, মনোহর লাল খট্টরকে বললেন নীরজ চোপড়া
পুলিশের তথ্য বলছে, স্কুল থেকে বেলা একটা নাগাদ বাড়ি ফিরে সোজা নিজের ঘরে চলে যান ওই মহিলা৷ কিছুক্ষণ পরে প্রতিবেশীরা ছাদে আগুনের মধ্যে তাঁকে দেখতে পেয়ে উদ্ধারের জন্য ছুটে যান৷ কিন্তু ততক্ষমে তাঁর মৃত্যু হয়েছে৷ খবর পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷