নয়াদিল্লিঃ তামিলনাড়ুতে (Tamil Nadu) মর্মান্তিক ঘটনা। বিয়েবাড়ির (Wedding) আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে। বন্ধুর ছেলের বিয়ের আসরে নাচতে (Dance) নাচতে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলা। হার্ট অ্যাটাকে মৃত্যু হল তাঁর। ক্যামেরায়ধরা পড়ে গোটা ঘটনা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মামাল্লুপুরমে। জানা গিয়েছে, মৃতার নাম জিভা। কাঞ্চিপুরমের বাসিন্দা তিনি। বন্ধুর ছেলের বিয়ে উপলক্ষে মামাল্লুপুরমে এসেছিলেন তিনি। এদিন বিয়ের বাসর জমাতে আসেন দক্ষিণি দুনিয়ার এক বিখ্যাত সঙ্গীত শিল্পী। তাঁর গানে মেতে ওঠেন সকলে। সবার সঙ্গে কোমর দোলান জিভাও। এমন সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হার্ট অ্যাটাকের জেরে মৃত্যু বলে দাবি চিকিৎসকদের।
বিয়ের বাসরে নাচতে নাচতে হার্ট অ্যাটাক, মৃত্যুর কোলে মহিলা
Sudden Death Caught on Camera in Chengalpattu: Woman Collapses and Dies While Dancing at Wedding Reception During Singer Velmurugan’s Performance; Video Goes Viral #ViralVideo #Chengalpattu #TamilNadu @AnandPanna1
— LatestLY (@latestly) August 21, 2025
Read: https://t.co/S3M6ZGynIc
— LatestLY (@latestly) August 21, 2025