Court & Judiciary Photo Credit: File Image

ডিভোর্সের পর স্ত্রী শুধু অলসভাবে দিন কাটিয়ে তার প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোষের অর্থের দিকে জীবন কাটাতে পারেন না। এমন কথাই জানাল কর্ণাটক হাইকোর্ট। সম্প্রতি কর্ণাটকের ম্যাজিস্ট্রেট কোর্ট, বিবাহ বিচ্ছেদ হওয়া এক মহিলার খোরপোষ মাসে ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার ও ক্ষতিপূরণের অর্থ ৩ লক্ষ টাকা কমিয়ে ২ লক্ষ করে দেয়। মহিলা তার সন্তানের কথা বলে ম্যাজিস্ট্রেট আদালতের রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন।

সিঙ্গল বেঞ্চে বিচারপতি রাজেন্দ্র বাদামিকার পর্যবেক্ষণে জানান, সেই মহিলা বিয়ের পর চাকরি করতেন। এখন তিনি কেন কাজ করছেন না তার যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পারেননি। তাঁর প্রাক্তন স্বামীর আর্থিক শারীরিক অবস্থাও তেমন ভাল নয়। সব দিক বিবেচনা করে খরপোষের অর্থ বাড়ানোর আর্জি খারিজ হল।

দেখুন টুইট

বিবাহ বিচ্ছেদের পর কারও শুধু খোরপোষের অর্থের ওপর নির্ভর করা উচিত হবে না। মুদির দোকানের মাধ্যমে সংসার চালানো তাঁর প্রাক্তন স্বামীকে বোন ও মায়েকে দেখতে হয়।