Solar Eclipse 2024: কবে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ? জেনে নিন গ্রহণের তারিখ ও সময়

সূর্যগ্রহণ নিয়ে এক এক জায়গায়, এক এক রকমের মান্যতা রয়েছে। যেমন বিজ্ঞানীরা সূর্যগ্রহণ নিয়ে অনেক ধরণের গবেষণা করেন। তেমনই ভারতে সূর্যগ্রহণ নিয়ে অনেক ধর্মীয় বিশ্বাস রয়েছে। ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2024) হবে এপ্রিল মাসের ৮ তারিখ। এদিন পূর্ণ সূর্যগ্রহণ হবে। নাসার তরফে জানানো হয়েছে, পুরো উত্তর আমেরিকায় এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। পূর্ণ সূর্যগ্রহণ তখন হয় যখন সূর্য এবং পৃথিবীর একদম মাঝে চাঁদ চলে আসে। পূর্ণ সূর্যগ্রহণে সূর্য সম্পূর্ণরূপে চাঁদের আড়ালে চলে যায়। আসুন এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম সূর্যগ্রহণের গুরুত্ব এবং কোন কোন জায়গা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে।

সাত বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটছে ৮ এপ্রিলের পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যা অনুযায়ী, এই সূর্যগ্রহণের সময় সূর্য তার সর্বোচ্চ কার্যকলাপে থাকবে। এর আগে ২০১৭ সালে হয়েছিল পূর্ণ সূর্যগ্রহণ। তবে সেই সূর্যগ্রহণে সূর্য তার সর্বনিম্ন কার্যকলাপে ছিল।

নাসার তরফে জানানো হয়েছে, পুরো উত্তর আমেরিকায় এই পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। এটি মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সকাল ১১:০৭ মিনিটে প্রথম দৃশ্যমান হবে। এরপর আমেরিকা ও কানাডার মানুষ দেখতে পাবে দিনের বেলায় সূর্যাস্ত। তবে এই পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না ভারতে। সাধারণত, সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে সূতক সময় শুরু হয়। এই সময়কালে পুজো ও শুভ কাজ নিষিদ্ধ করা হয়।