Suvendu Adhikari (Photo Credits: ANI)

আগামী শুক্রবার দোলযাত্রা। আর সেই উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তেই রঙের খেলায় মাতবে রাজ্যবাসী। তবে এই বছর ব্যতিক্রম ঘটনা ঘটবে শান্তিনিকেতনের সোনাঝুরিতে। পরিবেশরক্ষার জন্য এই বছরে সকাল ১০টার মধ্যে দোল উৎসব পালন করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এই নিয়ে এবার শাসক দলকেই কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মতে, শুধুই পরিবেশ রক্ষা নয়, সংখ্যালঘুদের জন্যই এই নির্দেশ জারি করেছে প্রশাসন।

সোনাঝুরিতে বসন্ত উৎসব ইস্যুতে সরব শুভেন্দু

এই প্রসঙ্গে তিনি বলেন, "এটি কেবল একটি এলাকায় ঘটছে না, বরং রাজ্যের বিভিন্ন প্রান্তেই অনান্য ধর্মের অনুষ্ঠানের আগে এই ধরনের বৈঠক করে পুলিশ। বাম আমলে এমনকী তৃণমূলের জমানাতেও এই বৈঠক হয় যে কোনও পুজো পার্বন বা অনুষ্ঠানের আগে। তবে এবারে প্রথম দেখলাম দোলের জন্যও এই ধরনের বৈঠক হচ্ছে। আসলে এবার দোল পড়েছে শুক্রবার। আর সেই কারণেই এধরনের নির্দেশ। বীরভূমের পুলিশ প্রশাসন বলেছেন সকাল ১০টার পর রং খেলা যাবে না। নিয়ম না মানলে গ্রেফতার করা হবে"।

দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য

তুষ্টিকরণের রাজনীতি নিয়ে মন্তব্য শুভেন্দুর

শুভেন্দু আরও বলেন, "এই ধরনের ঘটনা প্রথমবার বাংলায় হচ্ছে। আসলে সামনে নির্বাচন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রশাসন বিভাজনের রাজনীতি করছে, তুষ্টিকরণের রাজনীতি করছেন। এর বিরোধ হওয়া দরকার। কী হচ্ছে বাংলায়"।