দত্তপুকুরে বোমা বিস্ফোরনের ঘটনায় এনআইএকে দিয়ে তদন্ত চাইলেন বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি এই প্রসঙ্গে জানান,"এটা আরডিএক্স এবং এটা শক্তিশালী বিস্ফোরন ছিল। আমি ইতিমধ্যেই একটি পিআইএল ফাইল করেছি কলকাতা হাইকোর্টে। আমাদের আবেদন আদালতে মঞ্জুর হয়েছে। এবং আশা করি আগামীকাল তালিকায় থাকবে।"
শুধু শুভেন্দু অধিকারী নন এই বিষয়ে হাইকোর্টে পিআইএল ফাইল করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীও। রবিবার ভয়াবহ বিস্ফোরনে কেঁপে ওঠে দত্তরপুকুর এলাকা। বিস্ফোরনের তীব্রতার জেরে উড়ে যায় বাড়ির ছাদ।ক্ষতিগ্রস্থ হয় আশেপাশের বাড়িগুলিও। মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত কেরামত আলি ও তার পুত্রের।বিস্ফোরনের তীব্রতায় দেহের বিভিন্ন অংশ ছিটকে পড়ে বিভিন্ন এলাকায়। তীব্রতার আওয়াজ শোনা যায় কয়েক কিলোমিটার দূর থেকেও।
বাজি তৈরির আড়ালে এই সব জায়গাগুলিতে বোমা তৈরি হত বলে অভিযোগ জানিয়েছেন এলাকার স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমে নীলগঞ্জ থেকে সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
#WATCH | West Bengal: Demanding NIA probe in the explosion at an illegal factory in Duttapukur, West Bengal Leader of Opposition and BJP leader, Suvendu Adhikari says," It was RDX and it was a powerful explosion...I have already filed a PIL in the Kolkata High Court...My… pic.twitter.com/vpP1bds70D
— ANI (@ANI) August 28, 2023