
দিল্লি, ২৯ মে: আবহাওয়ার বড় (Weather Update) আপডেট। গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করল আবহাওয়া দফতর (IMD)। আইএমডি অর্থাৎ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন উত্তরপশ্চিম ভারতে বজ্রগর্ভ মেঘের (Thunderstorm) সঞ্চার যেমন হবে, তেমনি ঝড়ো হাওয়াও বইবে। অর্থাৎ বৃষ্টির (Rain)সঙ্গে ঝড়ের দাপটে উত্তরপশ্চিম ভারতের বেহাল দশা হতে পারে। আগামী ৪--৫ দিন ধরে উত্তরপশ্চিম ভারতে এই একই আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবার সময়ের আগেই ঢুকে পড়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সময়ের আগে প্রবেশ করায়, এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এমনই মনে করছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতরের তরফে যে পূর্বাভাস জারি করা হয়েছে, সেখানেই আগামী ৪-৫ দিনের আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে জানানো হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে পড়েছে। যার জেরে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে। চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আকার নেওয়ার কথা ছিল। তবে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মত শক্তি সঞ্জয় করতে পারেনি। ফলে শক্তিশালী নিম্মচাপ হয়েই সেটি স্থলভাগে প্রবেশ করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।