দিল্লি, ৬ জুন: এবার কেরলে দেরিতে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। কেরলে মৌসুমি বায়ুর প্রবেশ বিলম্বিত হলে, তার প্রভাব গোটা দেশের বৃষ্টির উপর পড়তে পারে। আবহাওয়া দফতরের তরফে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যবারের মত এবারও সময় মত মৌসুমি বায়ু প্রবেশের কথা ছিল কেরলে কিন্তু আরব সাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যা মৌসুমি বায়ুর প্রবেশকে বিলম্বিত করছে বলে মনে করছে আবহাওয়া দফতর।
বর্তমানে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে পূর্ব এবং মধ্য আরব সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে তার তীব্রতা বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।