দিল্লি, ২৯ এপ্রিল: ফের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (Weather Office)। আগামী ১ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে (West Bengal) তীব্র তাপপ্রবাহ (Heatwave) চলবে। জানানো হয় হাওয়া অফিসের তরফে। আবহাওয়া দফতরের কথায়, আগামী ১ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহ চলবে। গাঙ্গেয় পশ্চিমববঙ্গের জন্য তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাংলার পাশাপাশি ওড়িশা বিহার এবং ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। তবে এই রাজ্যেগুলিতে ১ মে-র পরদিন অর্থাৎ ২ তারিখও তাপপ্রবাহ চলতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
আরও পড়ুন: Heatwave In West Bengal: ঊনত্রিশ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, রাজ্যের কোথায় লাল, কমলা সতর্কতা দেখুন
দক্ষিণ ভারতেও থাকবে গরম। সেই সঙ্গে কোনও কোনও এলাকায় তাপপ্রবাহ সহ্য করতে হতে পারে মনাুষকে। আবহাওয়া দফতর জজানিয়য়েছে, রায়ালসীমা, প্রান্তিক কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশেও আগামী ৫ দিন ধরে তাপপ্রবাহ চলবে।
এসবের পাশাপাশি তেলাঙ্গানায় ১ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কেরল এবং কোঙ্কনে তাপপ্রবাহ চলবে ২৯ মে। এমনই জানানো হয় হাওয়া অফিসের তরফে।