শুক্রবার জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৮ সেপ্টেম্বের, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় ৯০ আসনে নির্বাচন হবে এই কেন্দ্র শাসিত অঞ্চলে। গণনা হবে ৪ অক্টোবরে। প্রায় এক দশক পর এই জম্মু-কাশ্মীরে ভোট হচ্ছে। শেষবার ২০১৪ সালে বিধানসভা নির্বাচন হয়ছিল। বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশের ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা (Farooq Abdullah) বলেন, "আমরা পূর্ণ রাজ্যে মর্যাদা চেয়েছি। এমনকী জম্মু-কাশ্মীরের প্রতিটি দল সেটাই চেয়েছিল। ভারত সরকারও এর প্রতিশ্রুতি দিয়েছিল"।
#WATCH | National Conference leader Farooq Abdullah says, "We want statehood, not only NC but all the parties of J&K want it. It is the Government of India's promise that there will be complete statehood..." pic.twitter.com/HDwez7gRHG
— ANI (@ANI) August 16, 2024