নতুন দিল্লি, ১৪ এপ্রিল: জাতির উদ্দেশ্যে ভাষণের কিছুক্ষণের মধ্যেই ৩ মে পর্যন্ত লকডাউনের সমস্ত নিয়মকানুন মেনে চলার জন্য টুইটারে দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। টুইটারে প্রধানমন্ত্রী বলেন, যে যেখানেই থাকুন না কেন সেখান থেকে কোভিড-১৯ বিরুদ্ধে শক্তিশালীভাবে লড়াই করে যান। আমরা সবাই মিলে ভারতীয় জাতিসত্ত্বাকে বাঁচিয়ে রাখব, জাগ্রত রাখব। ২১ দিনের লকডাউনের শেষ দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ছে। আগামী দিনের লকডাউন শিডিউল অনেক বেশি কঠোরভাবে মানতে হবে। পরম নিষ্ঠার সঙ্গে সামনের লকডাউনের দিনগুলি মেনে চলার আবেদন রাখেন তিনি। মারণ ভাইরাসের প্রাদুর্ভাব আটকাতে প্রতিটি রাজ্য কি কাজ করছে তার মূল্যায়নও করা হবে। আরও পড়ুন- PM Modi Opts For 'Gamcha': ঐতিহ্যবাহী গামছায় নাক মুখ ঢেকে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর, কেন জানেন?
पूरी निष्ठा के साथ 3 मई तक लॉकडाउन के नियमों का पालन करें,
जहां हैं,
वहां रहें,
सुरक्षित रहें।
वयं राष्ट्रे जागृयाम”,
हम सभी राष्ट्र को जीवंत और जागृत बनाए रखेंगे: PM @narendramodi #IndiaFightsCorona
— PMO India (@PMOIndia) April 14, 2020
তিনি বলেন, ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকাকে কঠোর নজরদারিত্বে রাখা হবে। তারপরই জানা যাবে লকডাউন কতটা মেনে চলা গিয়েছে। এই অগ্নি পরীক্ষায় জিততে হলে সামাজিক দূরত্ব মেনে চলাই একমাত্র উপায়। কোনও রাজ্য বা জেলায় যদি দেখা যায় লকডাউনের কারণে উন্নতি হয়েছে। তাহলে হয়তো সেই সব এলাকায় শর্তসাপেক্ষে কিছু নিয়মকানুনে ছাড় মিলতে পারে ২০ এপ্রিল থেকে। সরকারি সূত্র বলছে ৩ মে হলেও লকডাউন বলবৎ থাকছে ৩০ এপ্রিল পর্যন্ত। বাকি দুদিনের একদিন শ্রমিক দিবস. আর ২ তারিখ রবিবার। তাই তা বেড়ে ৩ মে করা হয়েছে।