Wayanad (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২ অগাস্ট: মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে কেরলের (Kerala) ওয়েনাড়ে (Wayanad)। যত সময় গড়াচ্ছে, তত বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওয়েনাড়ে ৩০৮ জনের মৃত্যু হয়েছে। কতজন নিখোঁজ, সে বিষয়ে এখনও সুস্পষ্ট ধারনা মেলেনি। ফলে কেরলের এই পার্বত্য এলাকায় জোর কদমে চলছে উদ্ধার কাজ। বিপর্যয়ের চতুর্থ দিনেও জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলাকারী দল এবং সেনা বাহিনী।

জানা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলাকারী দল এবং সেনা বাহিনীর সঙ্গে রয়েছেন স্থানীয়রা। এলাকার মানুষের সাহায্য নিয়েই গোটা এলাকায় জোর কদমে উদ্ধার কাজ চলছে। তবে বৃষ্টির জেরে উদ্ধার কাজ থেনমে যাচ্ছে বলে খবর। তবে যে হারে মানুষের মৃত্যুর খবর আসেছে, তা দেখে কান্নায় ভাসছে দক্ষিণের এই রাজ্য।

দেখুন কীভাবে সারি বেধে অ্যাম্বুলেন্স মৃতদেহ নিয়ে যাচ্ছে...

 

ওয়েনাড়ের চুরামালায় কীভাবে উদ্ধার কাজ চলছে দেখুন...

 

এক নাগাড়ে ভূমিধ্বস কবলিত এলাকায় কাজ করছেন সেনা বাহিনী, বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা...