Man Sets Himself On Fire (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৯ এপ্রিল: প্রেমিকার (Lover) সঙ্গে অন্য কারও বিয়ে স্থির হয়েছে। সেই কষ্ট, বেদনায় নিজেকে জ্বালিয়ে দিলেন যুবক। প্রেমিকার সামনেই নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায় যুবককে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রার (Agra) একটি হোটেলে (Hotel) এমনই একটি ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য। যেখানে প্রেমিকার সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক যুবক। হোটেলের ঘরের বাইরে বেরিয়ে হঠাৎ করেই প্রেমিকার সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায় সংশ্লিষ্ট যুবককে। যা দেখে কার্যত কেঁপে ওঠেন ওই তরুণী।

জ্বলন্ত প্রেমিককে আগুন থেকে রক্ষার প্রাণপন চেষ্টা চালান তিনি। যার জেরে ওই তরুণীর শরীরেও আগুন লেগে তিনি আহত হন বলে খবর। তরুণীর চিৎকার শুনে হোটেলের কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে বর দেন।

দুর্ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে সিসিটিভি ফুটেজ দেখে সবটা যেমন জানতে পারেন তেমনি ধরতেও পারেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে হাসপাতালে ভর্তি করে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সেই সঙ্গে ওই যুবকের প্রেমিকাকেও চিকিৎসকের কাছে পাঠানো হয় পুলিশের তরফে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে মানুষ কার্যত চমকে উঠতে শুরু করেছেন।

আরও পড়ুন: Andhra Pradesh Shocker: মতের অমিল, প্রেমিকা ও তাঁর মাকে এলোপাথাড়ি কোপাল যুবক

দেখুন সেই ভিডিয়ো যেখানে যুবক নিজের গায়ে আগুন ধরিয়ে দেন...

 

প্রেমিকাই নাকি যুবককে গায়ে আগুন ধরাতে উদ্ভুদ্ধ করেন, এমন দাবিও করা হয়...

 

আগ্রা পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্য একটি সূত্র মারফৎ দাবি করা হয়, আগ্রার ওই হোটেলে প্রেমিকাই তাঁর প্রেমিককে গায়ে আগুন লাগাতে উদ্ভুদ্ধ করেন। এমনকী তুমি যদি আমায় ভালবাস তাহলে গায়ে আগুন ধরিয়ে দাও বলে ওই তরুণী নাকি যুবককে বলেছিলেন। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।