অন্ধ্রপ্রদেশে খুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ ৬ বছরের সম্পর্ক (Relationship)। একে অপরকে ভালবেসে (Love)ঘর বাঁধার স্বপ্নও দেখেছিলেন। তবে এখনই নয়, বিয়ের জন্য আর একটা বছর প্রেমিকাকে (Girlfriend) অপেক্ষার অনুরোধ করেছিল প্রেমিক। তাতে রাজি না হওয়ায় প্রেমিকা ও তাঁর মাকে কুপিয়ে খুন করল প্রেমিক। ঘটনাস্থলেই মৃত্যু প্রেমিকার মায়ের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন প্রেমিকা। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নবীন। নাক্কা দীপিকা নামে ২০ বছরের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সে। ৬ বছর ধরে সম্পর্কে ছিল তারা। একসঙ্গে সংসার পাতার স্বপ্নও দেখে ফেলে তারা। পরিবার সূত্রে খবর, দীপিকার প্রেমে একপ্রকার হাবুডুবু খাচ্ছিল নবীন। ছেলের আচরণে বেশকিছু পরিবর্তন দেখেন বাবা। তাই বিয়েটা একটু পিছিয়ে দেন তিনি। আর একটা বছর অপেক্ষা করতে বলেন নবীনকে। বাবার কথায় রাজি হয় নবীন। এরপর দীপিকাকে তার সিদ্ধন্ত জানালে, তাতে রাজি হয় না দীপিকা। আর তাতেই মেজাজ হারায় নবীন।

মতের অমিল হওয়ায় প্রেমিকাকে কোপ, খুন করা হল তাঁর মাকে

বুধবার দুপুর ১২.০ টা নাগাদ আচমকাই দীপিকার বাড়িতে হাজির হয় সে। ঘরে ঢুকেই সোজা দীপিকার মা লক্ষ্মীকে আঘাত করে সে। মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপ মারা হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর দীপিকাকে আক্রমণ করে নবীন। তাঁকেও কোপানো হয়। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দীপিকা। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন প্রতিবেশীরা। বর্তমানে বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি র‍য়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দীপিকার চিকিৎসায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মতের অমিল, প্রেমিকা ও তাঁর মাকে এলোপাথাড়ি কোপাল যুবক