রোজকার জামাকাপড়(Clothes) চটজলদি ধোয়ার কাজে ওয়াশিং মেশিনের(Washing Machine) জুড়ি মেলা ভার। সময়(Time) এবং শ্রম বাঁচাতে তাই আজকাল অনেক বাড়িতেই ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়। তবে রোজের ব্যবহৃত ওয়াশিং মেশিন খুলে যদি দেখেন পাকিয়ে রয়েছে কালো কুচকুচে কোবরা(Cobra) সাপ(Snake)?হ্যাঁ,ঠিক এমনই হাড়হিম করা একটি ঘটনা ঘটেছে রাজস্থানের কোটায়। এক ব্যাক্তি ওয়াশিং মেশিন ব্যবহার করার জন্য তা খুলে দেখেন তার মধ্যে পাকিয়ে শুয়ে রয়েছে একটি কুচকুচে কালো বিষাক্ত কোবরা। মাঝেমধ্যে আবার ফণাও তুলছে সে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যা দেখে রীতিমতো আতঙ্কিত নেটিজেনদের একাংশ। কীভাবে বিষাক্ত সাপটি ওয়াশিং মেশিনের ভিতরে প্রবেশ করল তা কিছুতেই বুঝে উঠতে পারছে না ওই পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, এই ঘটনার পর বাড়ির মালিক খবর দেন সাপুড়েকে। এরপর সাপুড়ে গোবিন্দ শর্মা সাপটিকে নিরাপদে উদ্ধার করে লাডপুরা জঙ্গলে ছেড়ে দেন।
ওয়াশিং মেশিনের মধ্যে পাকিয়ে শুয়ে রয়েছে কুচকুচে কালো বিষাক্ত কোবরা
A shocking video that has surfaced on social media shows a giant cobra snake resting inside a washing machine in Kota, Rajasthan.#viralvideo #Kota #RajasthaNews #Rajasthan #snake #Washingmachine #ShockingVideo pic.twitter.com/xPRvV0aSZD
— Republic (@republic) August 20, 2024