Garba, Representational Image (Photo Credit: File Photo)

অহিন্দু বাউন্সারদের (Non-Hindu Bouncers) সরিয়ে দেওয়া হচ্ছে। গরবা অনুষ্ঠানস্থলে যে অহিন্দু বাউন্সাররা রয়েছেন, তাঁদের সরিয়ে দিচ্ছেন বজরং দলের (Bajrang Dal ) কর্মীরা। গুজরাটে (Gujarat) এবার এমন দৃশ্য চোখে পড়ল। লভ জিহাদ বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে গরবার সমস্ত অনুষ্ঠানস্থল থেকে অহিন্দু বাউন্সারদের সরিয়ে ফেলার কাজ শুরু করে বজরং দল। যা নিয়ে ফের জোর কদমে শোরগোল শুরু হয়েছে।

গুজরাটের পাশাপাশি মধ্যপ্রদেশের একটি গরবা অনুষ্ঠান নিয়েও বিশ্ব হিন্দু পরিষদের কড়াকড়ি চোখে পড়ে। ভোপালের ওই গরবা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হলে ভোটার কার্ড, আধার কার্ড যেমন দেখা হচ্ছে, তেমনি গঙ্গা জল গ্রহণ করিয়ে, প্রত্যেকের মাথায় গোমূত্র ছিটিয়ে দেওয়া হচ্ছে। অহিন্দুদের প্রবেশ রুখতেই ওই কাজ বিশ্ব হিন্দু পরিষদ করছে বলে দাবি করা হয়।

আরও  পড়ুন: Durga Puja 2025: Non-Hindus Stay Away From Garba? গঙ্গা জল গ্রহণ করে, মাথায় গোমূত্র ছিটিয়ে গরবা প্যান্ডালে ঢুকতে হচ্ছে, অহিন্দুদের প্রবেশ আটকাতে যা হচ্ছে ভোপালে, দানা বাঁধছে বিতর্ক

দেখুন অহিন্দু বাউন্সারদের সরাচ্ছে বজরং দল...