গরবা (Garba) নিয়ে ছড়াল বিতর্ক। এবার গরবা প্যান্ডালে প্রবেশ করতে গেলে, গঙ্গা জল চরণামৃত হিসেবে গ্রহণ করে, মাথায় গোমূত্র ছিটিয়ে, কপালে তিলক কেটে তবে প্যান্ডালে প্রবেশ করতে হচ্ছে। মধ্যপ্রদেশের ভোপাল থেকে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল। যেখানে গরবা প্যান্ডালে প্রবেশ করতে হলে, গোমূত্র মাথায় ছিটিয়ে, গঙ্গা জল গ্রহণ করে তবেই প্যান্ডালে প্রবেশ করতে হচ্ছে। অহিন্দুরা যাতে গরবা প্যান্ডালে প্রবেশ করতে না পারেন, তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যায় ভোপালের অবোধপুরীর শ্রীকৃষ্ণ সেবা সমিতি কর্তৃপক্ষের তরফে এমন পদক্ষেপ করা হয়েছে। অহিন্দুরা (Non-Hindus) যাতে ওই গরবা প্যান্ডালে প্রবেশ করতে না পারেন, তার জন্য অবোধপুরীর ওই শ্রীকৃষ্ণ সেবা সমিতির তরফে এমন পদক্ষেপ করা হয়েছে।

আরও জানা যাচ্ছে, অবোধপুরীর ওই গরবা প্যান্ডালে প্রবেশের আগে যেমন আধার কার্ড, ভোটার কার্ড দেখা হচ্ছে, তেমনি মা দুর্গার ছবিতে নমস্কারও করতে হচ্ছে। মা দুর্গা ছবিতে নমস্কার করে তবেই কেউ অবোধপুরীর ওই দরবা প্যান্ডালে প্রবেশ করতে পারছেন বলে জানা যায়।

দেখুন গরবা প্যান্ডালে কীভাবে প্রবেশ করতে হচ্ছে...

 

অহিন্দুদের প্রবেশ রদ করতে যে পদক্ষেপ করা হয়, তা নিয়ে ছড়ায় জোরদার বিতর্ক...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)