বাংলাদেশে (Bangladesh) ফের ভাঙা হল দুর্গা মন্দির (Durga Temple)। বাংলাদেশের রাজধানী ঢাকায় দুর্গা মন্দির ভাঙার যে ছবি উঠে এসেছে, তা হজরত শাহজালাল বিমানবন্দরের কাছে। ঢাকার (Dhaka) খিলখেতে যে দুর্গা মন্দির রয়েছে, তা ভেঙে, দেবী মূর্তি মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এমন ছবি উঠে আসতেই তা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্তি করে ভারত (India)। বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, বাংলাদেশে যে চরমপন্থীরা রয়েছে, তাদের অঙ্গুলিহেলনেই ওই দুর্গা মন্দির ভাঙা হয়েছে। বাংলাদেশের অন্তবর্তী সরকার হিন্দুদের মন্দিরের নিরাপত্তা না বাড়িয়ে কেন অবাধ জমি ব্যবহারের অভিযোগ তুলছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রণধীর জয়সওয়াল। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের দায়িত্ব, সে দেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা দেওয়া। হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে যাতে আঘাত না লাগে, সেই ব্যবস্থা করা। পাশাপাশি সে দেশে বসবাসকারী যে হিন্দুরা (Hindu) রয়েছেন, তাঁদের সম্পত্তি যাতে বাজেয়াপ্ত না হয় কিংবা দখল না হয়ে যায়, সেদিকে নজর রাখাও বাংলাদেশের অন্তবর্তী সরকারের কর্তব্য বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন: Taslima Nasreen: 'পাক সেনা নারকেল গাছে বেঁধে মেরেছিল বাবাকে', তসলিমার সেই স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার

দেখুন কীভাবে ভাঙা হয়েছে ঢাকার একটি দুর্গা মন্দির...

 

ভারতের বিদেশমন্ত্রকের তরফে কী জানানো হল দেখুন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)