
Varanasi Gang-Raped: উত্তর প্রদেশের বারাণসীতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। সংবাদমাধ্যমে প্রকাশ, বারাণসীর ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠছে ২০ জনের বিরুদ্ধে। যোগী রাজ্যে এই গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছডি়য়েছে। এই গণধর্ষণ কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে জোর করে বিভিন্ন জায়গায় ধরে নিয়ে গিয়ে দিন সাতেকের মধ্যে ২০ জনেরও বেশী ব্যক্তি ধর্ষণ করে বলে সংবাদামধ্যমে প্রকাশ।
২৯ মার্চ থেকে মেয়েটি নিখোঁজ ছিল
বিদুষ সাক্সেনা নামের এক উচ্চপদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন, গত ২৯ মার্চ কয়েকজন যুবকের সঙ্গে বেরিয়েছিলেন ১৯ জনের সেই মেয়েটি। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। আরও পড়ুন-Hyderabad Shocker: অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে কোমায় তরুণী
বারাণসীতে গণধর্ষণের অভিযোগ
between March 29 and April 4. UP Police have registered an FIR against 23 men, 11 of whom are unidentified. Six men have been detained by the police so far.
Read more: https://t.co/q8HNEshnhd… pic.twitter.com/yBT9NTIHOY
— IndiaToday (@IndiaToday) April 7, 2025
মেয়েটির পরিবারের সদস্যরা গণধর্ষণের অভিযোগ দায়ের করেন
সংবাদমাধ্যমে প্রকাশ, গত শুক্রবার মেয়েটির পরিবারের সদস্যরা স্থানীয় থানায় নিখোঁজের রিপোর্ট করেন। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির পরিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করে। বারাণসীর লালপুর পান্দেপুর অঞ্চলে মেয়েটিকে গণধর্ষণ করা হয়। গত ২৯ এপ্রিল থেকে ৪ এপ্রিলের মধ্যে মেয়েটিকে বিভিন্ন হোটেল ও হুক্কা বারে জোর করে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।