Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ হাসপাতাল থেকে বেরিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত স্বামীর। কোমায় স্ত্রী। পলাতক স্বামী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। অভিযুক্ত স্বামীর নাম মহম্মদ বাসরাত। ২০১৪ সালে ভালবেসে শাবানা পারভিনকে বিয়ে করেন তিনি। হাফিজপেট এলাকায় থাকতেন তাঁরা। বাসরাত কলকাতার বাসিন্দা। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। কর্মসূত্রে হায়দরাবাদে থাকত এই দম্পতি। অভিযোগ, বিগত কিছুদিন ধরে শারীরিক কিছু সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন শাবানা। গত ১ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান। এদিন হাসপাতাল থেকে বেরিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। আর এরপরই স্ত্রীকে রাস্তার পাথর দিয়ে মাথায় আঘাত করেন তিনি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে যান স্ত্রী। সেখান থেকে পালান স্বামী। স্থানীয়রা ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন। এই মুহূর্তে হাসপাতালে কোমায় স্ত্রী। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গত ১ এপ্রিল। কিন্তু খবরটি প্রকাশ্যে আসে ৭ এপ্রিল। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটালেন তিনি তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। খবর দেওয়া হয়েছে অসুস্থ শাবানার বাড়িতে।

 অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে কোমায় তরুণী