Flood Fury (Photo Credit: Twitter)

বৃষ্টির জেরে বিপর্যস্ত অবস্থা উত্তরাখন্ডের। অত্যাধিক বৃষ্টিতে পুরোলা, বারকোট এবং দুন্দা এলাকায় এখনও পর্যন্ত ভেঙেছে ৫০ টি বাড়ি। বৃষ্টির জেরে বন্ধ হয়েছে ৫০ টি রাস্তা। ইলেকট্রিক খুটি ভেঙে পড়ার কারণে ৪০ টি গ্রামে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন। ক্লাউড বাস্টের জেরে সবথেকে খারাপ পরিস্থিতি পুরোলা জেলায়।

কৃষিকাজের জন্য তৈরি করা প্রায় ৪০০ টি ড্রেন প্রায় ধুয়ে মুছে সাফ। উপদ্রুত এলাকায় বাসিন্দজাদের উদ্ধার করার জন্য নামানো হয়েছে এনডিআরএফ। হড়পা বানের কারণে ভেসে গেছে অনেক কিছু। পর্যটনের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য পাঠানো হয়েছে হেলিকপ্টার।

এয়ার লিফ্টিংয়ের মাধ্যমে পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে এসেছে সেনা। এর পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে এখনই মিলছে না স্বস্তি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উদ্বিগ্নতা বাড়িয়েছে বহুগুনে। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে কাজ করে চলেছে এনডিআরএফ।