Uttarpradesh: লক্ষ্ণৌতে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ১৩ বছরের নাবালকের দেহ
Photo Credits: IANS

গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লক্ষ্মৌতে। সেখানে খুশলহাঞ্জ গ্রামে একটি ১৩ বছর বয়সী ছেলের লাশ গলায় দড়ি দিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ।

এ ঘটনায় সন্দেহজনক ভূমিকার জন্য ওই এলাকায় কর্মরত তিন শ্রমিককে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে যে ১৩ বছরের ওই বালকটি সাইকেল করে বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুর সঙ্গে খেলতে বেরিয়েছিল, পরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এছাড়া চুরিরও একটি অভিযোগও সামনে এসেছে। যেখানে দুই বন্ধুকে চুরির অভিযোগে আটক করে বেশ কিছু শ্রমিক। কিন্তু দুজনকে ধরলেও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অন্যজন পালাতে পারেনি। তার সাইকেলটি শ্রমিকরা রেখে দিয়ে পরিবারের লোকজনকে ডাকতে বলে। কিন্তু পরবর্তীতে সে আবার ওই স্থানে গেলে তারপর আর ফিরে আসেনি বলে জানা গেছে। গলায় গামছা দেওয়া অবস্থায় গাছে ঝুলন্তভাবে পাওয়া যায় তাকে।

পশ্চিম অঞ্চলের, ডিসিপি রাহুল রাজ জানিয়েছেন যে, গাছে ঝুলিয়ে দিয়ে হত্যার অভিযোগের তীর সন্দেহভাজনদের দিকে ইশারা করছে।

যদিও দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।