রায় বেরিলি, ২৫ অগাস্ট: বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ায় যুবকের গায়ে আগুন ধরিয়ে দিল তরুণীর পরিবার। ঘটনার পরপরই অঙ্কিত মিশ্রকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুসাপুর গ্রামে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। সারেনি থানার পুলিশ অলোক প্রিয়দর্শী জানান, আদতে কী ঘটনা ঘটে মুসাপুর গ্রামে, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।
রিপোর্টে প্রকাশ, অঙ্কিত মিশ্র এবং তাঁর বান্ধবী একই গ্রামের বাসিন্দা। অঙ্কিতের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি ওই তরুণীর পরিবার। ফলে মঙ্গলবার রাতে অঙ্কিত যখন বান্ধবীর সঙ্গে দেখা করতে যান, সেই সময় তরুণীর পরিবার তাঁকে আটকে রাখেন। একটি ঘরের মধ্যে অঙ্কিতকে বন্ধ করে রেখে আত্মীয়স্বজনদের খবর দেন তাঁরা। এরপর পরিবারের প্রত্যেকে একসঙ্গে ঘরে পেট্রল ঢেলে অঙ্কিতের গায়ে আগুন ধরিয়ে দেন।
আগুন লাগার পর অঙ্কিত চিৎকার শুরু করলে, ওই মেয়েটির পরিবারের সদস্যরা তাঁকে ঘর থেকে বের করে দেন এবং পালটা চিৎকার শুরু করেন। অঙ্কিত মিশ্র পেট্রল বোমা ছুড়ে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে পালটা চিৎকার জোড়েন অভিযুক্তরা। চিৎকার, চেঁচামেচি শুনে স্থানীয়রা সেখানে হাজির হয়ে অঙ্কিতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেই সঙ্গে তাঁরা পুলিশকেও খবর দেন।