Adityanath Visits Ayodhya: রাম নবমীর আগে অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরে পরিদর্শন যোগী আদিত্যনাথের
Photo Credits: ANI

অযোধ্যা: আর কয়েকদিন বাদেই রাম নবমীর (Ram Navami) অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠবে অযোধ্যা (Ayodhya)। এখনও রাম লালার মন্দির (Ram Lala's Temple) তৈরি না হলেও জোরকদমে কাজ চলছে। জানা গেছে, এই বছর নির্মীয়মান মন্দিরে পুজো করা হবে ভগবান রামের। এর মধ্যেই রবিবার অযোধ্যা গিয়ে রাম মন্দির তৈরির কাজ পরিদর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh's CM Yogi Adityanath)।

রবিবার অযোধ্যার রামকথা হেলিপ্যাডে (Ramkatha Helipad) পৌঁছনোর পর যোগী আদিত্যনাথকে গার্ড অফ অনার (Guard Of Honour) দেওয়া হয়। এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথম গিয়ে পৌঁছন হনুমানগড়ি মন্দিরে (Hanumangarhi Temple) তারপর সেখান থেকে রাম লালার দর্শন করতে যান তিনি। সেখান থেকে রাম জন্মভূমিতে নির্মীয়মান মন্দিরে (under construction Shri Ram Temple) যান। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই (Shri Ram Janmabhoomi Teerth Kshetra's General Secretary Champat Rai) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে একটি স্মারক (Memento) তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান।

শ্রী রাম জন্মভূমি মন্দির প্রাঙ্গণে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের কাছে ভগবান রামের মন্দির তৈরির বিষয়ে কী রকম অগ্রগতি হচ্ছে তা জানতে চান। পাশাপাশি মন্দির তৈরির কাজে নিযুক্ত শ্রমিকদের ভালোমন্দ সম্পর্কে খোঁজখবরও নেন। আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এখনও পর্যন্ত মন্দির তৈরির ৭০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। আরও পড়ুন: DJ Akshay Kumar Death: ভূবনেশ্বরে উদ্ধার অক্ষয় কুমারের ঝুলন্ত মৃতদেহ, ওডিশার জনপ্রিয় DJ-রহস্যমৃত্যুতে ত্রিকোণ প্রেম যোগ!