Narendra Modi, Donald Trump ((Photo Credits: File Photo)

দিল্লি, ২৮ জানুয়ারি: চলতি বছরের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নরেন্দ্র মোদী (Narendra Modi)।  মসনদে বসেই ভারতের (India) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ট্রাম্প। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদী-ট্রাম্পের সাক্ষাৎ  হতে পারে। মার্কিন (US) প্রেসিডেন্ট এমনই জানান সোমবার। ট্রাম্প জানান, সোমবার সকালে (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী) নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছে টেলিফোনের মাধ্যমে। সেখানেই স্থির হয়, ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে যাবেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে। ভারতের সঙ্গে আমেরিকার দারুণ বন্ধুত্ব। যা আমেরিকা অটুট রাখতে চায় বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Donald Trump Halts US Aid To Bangladesh: বাংলাদেশে বড় ধাক্কা, ঢাকার সাহায্য বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প

সম্প্রতি জো বাইডেন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আমেরিকার মসদে বসেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। শপথের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের সাক্ষাতের সম্ভবনার কথা উঠে  আসছিল। সেই অনুযায়ী, চলতি মাসের ফেব্রুয়ারিতেই ট্রাম্প, মোদীর সাক্ষাৎ হতে পারে বলে খবর.