UP Panchayat Elections 2021: ভোটের ময়দানে গ্ল্যামারের ছটা, মানুষের জন্য কাজ করতে চান মডেল দীক্ষা
ভোটে লড়বেন দীক্ষা (ছবি ইনস্টাগ্রাম

লখনউ, ৩ এপ্রিল :  উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে (UP Panchayat Elections 2021) এবার লড়াই করছেন প্রাক্তন মিস ইন্ডিয়া দীক্ষা সিং। উত্তরপ্রদেশের চিত্তরির বক্সার বাসিন্দা দীক্ষা ওই অঞ্চলে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর বাবার ব্যবসার জন্য উত্তরপ্রদেশের চিত্তরি থেকে প্রথমে মুম্বই(Mumbai) এবং পরে গোয়ায় (Goa) চলে যান দীক্ষারা (Diksha Singh)।

এবার উত্তরপ্রদেশের (UP) জৌনপুর থেকে লড়াই করবেন দীক্ষা সিং। যে খবর প্রকাশ্য়ে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। দীক্ষা সিং বলেন, কলেজে পড়াশোনার সময় থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। উন্নয়ন থেকে বহু দূরে জৌনপুর (Jaunpur)। সেই কারণেই ওই অঞ্চল থেকে তিনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দীক্ষা।

আরও পড়ুন : UP Shocker: অপহরণের পর ধর্ষণ, ফের লজ্জা যোগী রাজ্যে

২০১৫ সালে কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশোনার সময় রাজনীতির পাশাপাশি মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন দীক্ষা। তারপর থেকেই মডেলিংয়ের জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন দীক্ষা। ২০২১ সালে মুক্তি পায় দীক্ষার নয়া অ্যালবাম 'রব্বা মেহর করে'। নয়া অ্যালবাম মুক্তি পরপরই দীক্ষার রাজনীতিতে অংশগ্রহণের কথায় জল্পনা শুরু হয়েছে।