Image used for representational purpose

ফারুখাবাদ, ৮ মে: লকডাউন (Coronavirus Lockdown) চললেও মদের (Alcohol) দোকান খোলার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই নানা খবর পাওয়া যাচ্ছে। মদের দোকান খোলার পর থেকেই বেড়ছে হিংসার ঘটনা। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক যুবক মদ কোনার জন্য স্ত্রীর কাছে গয়না দাবি করেন। স্ত্রী দাবি না মানল তাঁকে খুন করেন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফারুখাবাদ (Farrukhabad) জেলার বামরুলিয়া গ্রামে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, প্রশান্ত নামে ওই যুবক ৬ বছর আগে লক্ষ্মীদেবীকে (২৬) বিয়ে করেন। দম্পতির একটি পাঁচ বছরের ছেলে এবং একটি তিন বছরের মেয়ে রয়েছে। প্রশান্ত মদ্যপ। প্রায়ই মদ খেয়ে এসে সে স্ত্রীকে মারধর করত ও টাকা দাবি করত। এবার স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে প্রশান্ত তাঁকে লাঠি দিয়ে মারতে থাকে। মারের চোটে স্ত্রী জ্ঞান হারালে সোনার দুল নিয়ে পালিয়ে যায়। পরে লক্ষ্মীদেবীর মৃত্যু হয়। আরও পড়ুন: Drunk Man Bites Snake Into Piece: 'এত সাহস যে আমার পথ আটকাস',বলেই সাপ ধরে কামড় মাতালের

লক্ষ্মীর বাবা-মা নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রশান্তর বিরুদ্ধে আইপিসি-র ৩০২ (হত্যা) ধারায় মামলা রুজু হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।