Representational Image | (Photo Credits: Stux/Pixabay) .. Read more at: https://www.latestly.com/india/news/punjab-shocker-woman-stabs-6-year-old-son-to-death-for-wanting-to-spend-more-time-with-grandparents-attempts-suicide-1813366.html

কানপুর, ৩০ নভেম্বর: বিপত্তি যেন কানপুরের পিছু ছাড়ছে না। এবার সাত বছর বয়সী ছেলেকে গলা টিপে হত্যা করার (UP Man Kills Minor Son) পর তারপাশেই রাতভর ঘুমিয়ে থাকল খুনে বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি কানপুরেরই। ইতিমধ্যেই খুনেবাবা অলঙ্কার শ্রীবাস্তবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকারও করেছে ধৃত ব্যক্তি। জানা গিয়েছে, অলঙ্কার শ্রীবাস্তবের স্ত্রী সারিকা একজন সরকারি স্কুলের শিক্ষিকা। লকডাউনে চাকরি গিয়েছে অলঙ্কারের। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছে সে। শনিবার রাতে ছেলেকে নিয়ে বসার ঘরে ঘুমিয়েছিল অলঙ্কার। সেখানে গলা টিপে তাক হত্যা করে। তারপর ছেলের মৃতদেহ পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। রবিবার সকাল হতেই শোবার ঘরে গিয়ে স্ত্রীর ঘুম ভাঙিয়ে এই খবর দেয় সে। আরও পড়ুন-Uttar Pradesh: ফেসবুক ফ্রেন্ডের কৃতিত্ব, একই দিনে ৩ বার গণধর্ষণের স্বীকার নাবালিকা

এরপরেই শোকে স্তব্ধ সারিকা পরিজনদের ফোন করে বিষয়টি জানান। তাঁরাই থানায় খবর দিলে পুলিশ এসে অলঙ্কারকে গ্রেপ্তার করে। গোটা ঘটনায় একেবারে হতবাক পরিবারের সদস্যরা। এখনও ঘোর কাটিয়ে উঠে পারেননি সদ্য ছেলের শোকে কাতর সারিকা। তাঁদের দুই মেয়েও রয়েছে। এদিকে সারিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অলঙ্কারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।