হাসপাতালে ভাঙচুর

মিরাট, ৩ মে: অক্সিজেনের (Oxygen) অভাবেই মৃত্যু হয়েছে ৫ রোগীর। অক্সিজেনের অভাবের অভিযোগ তুলেই হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতদের আত্মীয়রা। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

ঘটনাস্থল উত্তরপ্রদেশের (UP) মীরাট। সেখানকারই একটি হাসপাতালে একসঙ্গে ৫ রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃতরা প্রত্যেকে কো-মর্বিড ছিলেন। সেই কারণে করোনার (Corona) ধাক্কা তাঁরা সামলাতে পারেননি।

আরও পড়ুন: Adar Poonawalla: মুখ্যমন্ত্রী, কর্পোরেট কর্তাদের ক্রমাগত চাপ? সপরিবারে বিদেশে চম্পট ভ্যাকসিন ম্যান আদার পুনাওয়ালার!

হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষ যে দাবিই করুক না কেন, মৃতদের আত্মীয়দের বাড়ির তরফে পালটা দাবি করা হয়। তাঁদের দাবি, কো-মর্বিডিটির জন্য নয়। তাঁদের বাড়ির মানুষদের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। যদিও হাসপাতালের সিএমও-র দাবি, বিষয়টির তদন্ত করা হবে। ৫ রোগীর মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, তা পুরোটাই খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।