অযোধ্যা : আগামীকাল অর্থাৎ ৩০ ডিসেম্বর অযোধ্যায় বিশাল রেলস্টেশন ও বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারপরই বিমানবন্দরের পাশের মাঠে জনসভা (rally) করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আরও পড়ুন: BSP: এবার লোকসভা ভোটে লড়বেন মায়াবতীর ভাইপো আকাশ আনন্দ
তার আগে শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সভাস্থলের প্রস্তুতি খতিয়ে (inspecting) দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। সেই সময় একটি সেলফি স্টিকের সাহায্যে নিজের নিজস্বী (selfie) তুলতে দেখা যায় যোগী আদিত্যনাথকে। যার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে। আরও পড়ুন: Vijayakanth Mortal: DMDK সভাপতি ও প্রখ্যাত অভিনেতা বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Ayodhya: UP CM Yogi Adityanath takes a selfie after inspecting the ground where PM Modi will be holding a rally tomorrow pic.twitter.com/5TQUjcmxOz
— ANI (@ANI) December 29, 2023