নয়াদিল্লি: ওড়িশার (Odisha) বালাসোরের (Balasore) কাছে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express accident)। মোট দুটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালগাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে।
Prime Minister Narendra Modi expresses grief over a train accident in Odisha's Balasore district, speaks with Union Railways minister Ashwini Vaishnaw and takes stock of the situation. pic.twitter.com/QhY1ZOmhq0
— ANI (@ANI) June 2, 2023
এই খবর পাওয়া পরেই টুইট করে গভীর শোক প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। সেই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Union Railways Minister Ashwini Vaishnaw) সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
"Deeply anguished to know about the loss of lives in an unfortunate rail accident in Balasore, Odisha," tweets President of India Droupadi Murmu pic.twitter.com/3MlPYFl1nl
— ANI (@ANI) June 2, 2023
দ্রৌপদী মুর্মু টুইট করেন, 'ওড়িশার (Odisha) বালাসোরে ঘটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই রেল দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়ার পরেই আমি গভীর আঘাত পেয়েছি।' এদিকে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হওয়ার পরেই টুইট করে দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইট করে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (ex-gratia compensation), গুরুতর জখমদের ৫০ হাজার টাকা ও সামান্য জখমদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। আরও পড়ুন: Coromandel Express Train Accident Updates: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৫০, জখম ৩৫০
Union Railways Minister Ashwini Vaishnaw rushing to the accident site in Balasore, Odisha.
Hundreds are feared to be injured in accident involving the three trains. pic.twitter.com/SR3qgQUDv3
— ANI (@ANI) June 2, 2023