আইজল: উত্তর-পূর্ব ভারতের (North-East India) উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছে কেন্দ্রীয় সরকার। অসম-সহ বিভিন্ন রাজ্যে নানা উন্নয়নমূলক প্রকল্প চালু করা হচ্ছে। শনিবার দুপুরে সেই কাজে আরও গতি আনতে মিজোরামের (Mizoram) রাজধানী আইজলে (Aizawl) পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। সেখানে থাকা স্বাগত জানান মিজোরাম সরকারের প্রতিনিধিরা।
#WATCH | Union Home Minister Amit Shah arrives in Aizwal, to inaugurate and lay the foundation stone of various projects worth Rs 2,415 crores in Mizoram pic.twitter.com/GCW8qqC7vY
— ANI (@ANI) April 1, 2023
প্রশাসন সূত্রে জানা গেছে, মিজোরামে মোট ২ হাজার ৪১৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ৬টি বড় প্রকল্পের (Six key projects) উদ্বোধন (inaugurate) ও ভিত্তিপ্রস্তর স্থাপন (lay the foundation stone) অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে জোখাওসাঙ্গে (Zokhawsang) অসম রাইফেলস ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার কমপ্লেক্স (Assam Rifles Battallion Headquarters Complex) তৈরির কাজের উদ্বোধন, স্মার্ট সিটি লিমিটেডের (Smart City Ltd) অধীনে ১১৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলা ইন্টেগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (Integrated Command and Control Centre) তৈরির কাজের উদ্বোধন।
দেখুন ভিডিয়ো:
Mizoram | Union Home Minister Amit Shah arrives in Aizwal, to inaugurate and lay the foundation stone of various projects worth Rs 2,415 crores pic.twitter.com/KOfqIFXh4o
— ANI (@ANI) April 1, 2023
এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৭৮১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলা জোরিনপুই-লঙ্গমাসু ৫০২এ নম্বর জাতীয় সড়ক, ৩২৯ কোটি ৭০ লক্ষ টাকার ৬ নম্বর জাতীয় সড়কের আইজল বাইপাস (প্যাকেজ-১)-এর কাজ, ৭২০ কোটি ৭২ লক্ষ টাকার আইজল বাইপাস (প্যাকেজ-৩) ও ১৯৩ কোটি টাকার লালডেঙ্গা সেন্টারের কাজের।