মিজোরামে পালাবদল। ৪০ আসনের মিজোরাম বিধানসভা নির্বাচনে ২৭টি-তে জয়ী হয়ে ক্ষমতায় আসছে জোরাম পিপলস মুভমেন্ট পার্টি। রাজ্যের ক্ষমতাসীন বিজেপির শরিক দল মিজোরাম ন্যাশনাল ফ্রন্ট সেখানে মাত্র ১০টি আসন পেয়েছে।
মিজোরামের ফলাফল প্রকাশের পর ক্ষমতায় আসতে চলা জোরাম পিপলস মুভমেন্ট পার্টি ও তার প্রধান লালদুহোমাকে অভিনন্দন জানিয়ে এক্স পোস্ট করলেন প্রধানমন্ত্রী। মিজোরামের উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সবরকম সাহায্য করবে বলে মোদী আশ্বস্ত করেন।
দেখুন প্রধানমন্ত্রী মোদীর এক্স পোস্টের মাধ্যমে অভিনন্দন বার্তা
PM Modi congratulates Zoram People’s Movement on their victory in the Mizoram assembly elections, assuring all support to the state pic.twitter.com/kiw4RAQMXI
— ANI (@ANI) December 4, 2023
মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগডৃ-হিন্দি বলয়ের তিন রাজ্য়ে বড় জয় পেলেও, দক্ষিণের তেলাঙ্গানায় তেমন কিছু করতে পারেনি বিজেপি। উত্তর পূর্ব ভারতের মিজোরামে বিজেপির শরিক দলও পরাস্ত হয়েছে। বিজেপির আসন গতবারের চেয়ে বাড়লেও, অনেক প্রচারের পরেও দুটিতেই আটকে গিয়েছে। শিলংয়ে রাহুল গান্ধীর বড় জনসভার পরেও রাজ্যে কংগ্রেসে মাত্র একটা আসনে জিতেছে।