Mizoram Rain (Photo Credit: ANI/Twitter)

আইজল, ২৮ মে: তাপপ্রবাহের সতর্কবার্তা এখনও কাটেনি গোটা দেশ থেকে, তার মাঝেই শুরু বৃষ্টির ভয়াবহতা। এবার এক নাগাড়ে বৃষ্টির জেরে মিজোরামের (Mizoram) আইজল থেকে বেশ কিছুটা দূরে ভয়াবহ দুর্ঘটনা। রিপোর্টে প্রকাশ, আইজল থেকে বেশ কিছুটা দূরে এক নাগাড়ে বৃষ্টির জেরে পরপর ১০ জনের (মতভেদে ৭) মৃত্যুর খবর মেলে। একটানা বৃষ্টিতে নদীর জল বাড়তে শুরু করে। ফলে নদীর পাড়ে বসবাসকারী মানুষদের সরানোর কাজ শুরু হয়। নদীর পাড়ে বসবাসকারী মানুষকে সরাতে না সরাতেই পরপর ১০ জনের মৃত্যু হয় বলে জানা যায়। যাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

দেখুন ট্য়ুইট...

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আইজল শহর থেকে দক্ষিণে মেলথাম এবং হিমেনের মাঝে এক নাগাড়ে বৃষ্টির জেরে ১০ জনের মৃত্যু এবং আরও কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর মেলে। ঠিক কতজন নিখোঁজ, সে বিষয়েও মেলেনি স্পষ্ট ধারনা।

মিজোরামে যখন এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়, সেই সময় স্কুল, কলেজ  সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জরুরি প্রয়োজন ছাড়া যেমন কাউকে রাস্তায় না বেরনোর পরামর্শ দেওয়া হয়, তেমনি জরুরি পরিষেবা এমাত্র চালু রাখা হয় প্রশাসনের তরফে। তার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের প্রাণ চলে যাওয়ার খবর মেলে।