দিল্লি, ১ ফেব্রুয়ারি: সংসদে বাজেট (Budget)করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। দেশের পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেই এই বাজেট পেশ করা হচ্ছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানান, ট্যুরিজম সেক্টরে উন্নতি করছে দেশ। ভ্রমণ পিপাসুদের ক্ষেত্রে ভারত যেন অন্যতম এক জায়গা হয়ে উঠছে, সে দেশের ভ্রমণার্থীর ক্ষেত্রে হোক কিংবা বিদেশিদের জন্য। ফলে ভ্রমণ ক্ষেত্রে ভারতে চাকরির নতুন দিশা তৈরি হচ্ছে বলে জানান নির্মলা।
আরও পড়ুন: Union Budget 2023: দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য এই বাজেট, বললেন নির্মলা সীতারামণ
#UnionBudget2023 | The country offers immense attraction for domestic as well as foreign tourists. There is a large potential to be tapped in tourism. The sector holds huge opportunities for jobs and entrepreneurship for youth in particular: FM Nirmala Sitharaman pic.twitter.com/jDjob8z2lZ
— ANI (@ANI) February 1, 2023
বিশ্বকর্মা কুশল সম্মান প্যাকেজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ফলে হস্তশিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা এগিয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে।
PM Vishwa Karma Kaushal Samman-package of assistance for traditional artisans and craftspeople has been conceptualised, will enable them to improve quality, scale & reach of their products, integrating with MSME value chain: FM Nirmala Sitharaman in Parliament#UnionBudget2023 pic.twitter.com/dzHAXHF9n2
— ANI (@ANI) February 1, 2023
দেশে ওষুধের উৎপাদনে জোর দেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
কৃষকদের কেরডিট কার্ডের ক্ষেত্রে নতুন তথ্য সম্ভার গড়ে তোলা হবে। এর দ্বারা দেশের কৃষকরা উপকৃত হবেন। তাঁরা ফসলের সঠিক দাম জানতে পারবেন বলেও জানান নির্মলা সীতারামণ। চলতি অর্থবর্ষে ২০ লক্ষ কৃষক ক্রেডিট কার্ড তৈরিতে জোর দেওয়া হবে বলেও জানান নির্মলী সীতারামণ।
The agricultural credit target will be increased to Rs 20 lakh crores with a focus on animal husbandry, dairy and fisheries: FM Sitharaman pic.twitter.com/A8rOgufZK2
— ANI (@ANI) February 1, 2023
দেশে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুল তৈরি হচ্ছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যে প্রকল্পে আগামী ৩ বছরের মধ্যে দেশে ৩৮ হাজার শিক্ষক কেন্দ্রীয় সরকার নিয়োগ করবে বলে জানান সীতারামণ। এই একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের মাধ্যমে দেশে ৩.৫ লক্ষ আদিবাসী পড়ুয়াকে পঠনপাঠনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান অর্থমন্ত্রী। একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুল প্রকল্পে গোটা দেশে ৭৪০টি স্কুল গড়ে তোলা হবে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Eklavaya Model Residential Schools -in the next 3 years the Centre will recruit 38,800 teachers and support staff for 740 schools serving 3.5 lakh tribal students: FM Nirmala Sitharaman
— ANI (@ANI) February 1, 2023