দেশের যুব সম্প্রদায়কে আন্তর্জাতিক সুযোগ দিতে বদ্ধপরিকর মোদী সরকার। দেশের যুব সম্প্রদায়কে আন্তর্জাতিকমানের সুযোগ দিতে গোটা দেশ জুড়ে ৩০টি স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি করা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশের বিভিন্ন রাজ্যে এই স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি করা হবে বলে ঘোষণা করা হয় আজকের বাজেটে।
আরও পড়ুন: Union Budget 2023: দেশ জুড়ে একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলের ঘোষণা, দেখুন বাজেট হাইলাইটস এক নজরে
A one-stop solution for reconciliation & updating of identity and address of individuals maintained by various govt agencies, regulators and regulated entities will be established using DigiLocker service and Aadhaar as foundational identity: FM Nirmala Sitharaman pic.twitter.com/baGS9H68i8
— ANI (@ANI) February 1, 2023