ব্রিটেনের আর্থিক উন্নতির ক্ষেত্রে হিন্দি, উর্দু, গুজরাটি ভাষার ওপর জোর দিতে বললেন ব্রিটিশ এম পি গ্যারেথ থমাস। তার মতে ব্রিটেনের উচিত দক্ষিণ এশিয়ার ভাষাগুলি শেখানোর ক্ষেত্রে ব্রিটেনের ব্যপাকভাবে বিনিয়োগ করা উচিত, কেননা এই ভাষার যোগাযোগই দেশগুলির সঙ্গে ব্রিটেনের যোগাযোগের পরিসরকে আরও বড় করবে। শুধমাত্র বিনিয়োগই নয় ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার সুযোগ পায় সে বিষয়েও এএনআইয়ের এক ইন্টারভিউতে এমন কথায় জানান তিনি।
তিনি আরও জানান, যেহেতু ভারতের সঙ্গে ব্যবসায়িক বন্ধনে যুক্ত রয়েছে ব্রিটেন তাই ব্রিটেনের উচিত এই দেশের ভাষা শিক্ষার ওপর বিনিয়োগ করা । ভারত শুধু মাত্র বেশি জনসংখ্যার দেশই নয় ভারতের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, যা ভারতকে ব্রিটেনের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসেবে হিসেবে তুলে ধরেছে।
সারা বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান অনেক উজ্বল। এবং ব্রিটেনে সঙ্গে ভারতের ব্যবসায়িক চুক্তি শুধু মাত্র দু দেশের সম্পর্কের উন্নতিই করবে না বরং একুশ শতাব্দীতে বিশ্বকে আরও ভালোভাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা নেবে ভারতবর্ষ।
Teaching Gujarati, Urdu and Hindi important to Britain's economic future: UK MP Gareth Thomas
Read @ANI Story | https://t.co/MPOIJCWN9i#GarethThomas #Gujarati #Urdu #Hindi #economic #Britain pic.twitter.com/wuENYvhlIu
— ANI Digital (@ani_digital) February 25, 2023